বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা
এসএসসিতে অনিয়ম-দুর্নীতি

সাত শিক্ষককে পরীক্ষায় দায়িত্ব না দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে উত্তর সরবরাহ ও দুর্নীতির অভিযোগে সাত শিক্ষককে পাবলিক পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে না দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালমা জাহান স্বাক্ষরিত পত্রে এ নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন— রংপুর পুলিশ লাইনস স্কুল ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহানারা বেগম, প্রভাষক বাদলকুমার চন্দ্র, এ কে এম রবিউল আলম, বিজনকুমার রাও, জাহাঙ্গীর আলম এবং কালেক্টরেট স্কুল ও কলেজের সহকারী শিক্ষক ফেরদৌসী বেগম ও মনিরা পারভীন। জানা যায়, এ বছর এসএসসিতে পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীরা কালেক্টরেট স্কুল কেন্দ্র ও কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা পুলিশ লাইনস স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ভালো ফলের উদ্দেশ্যে পরীক্ষা চলাকালে উভয় প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তর সরবরাহসহ নানা ধরনের সহযোগিতা করেন। এসব অনিয়মের সঙ্গে ওই দুটি প্রতিষ্ঠানের সাতজন শিক্ষক জড়িত ছিলেন বলে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে আসে। এর ভিত্তিতে ওই সাত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ লাইনস স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. জালাল উদ্দিন আকবর বলেন, ‘যে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে তারা কলেজ শাখার শিক্ষক। কখনই তারা এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করেন না।’

সর্বশেষ খবর