বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

এক পলক

শিক্ষকের তিন বছর কারাদণ্ড

শেরপুরে নকলে সহায়তার অভিযোগে এক স্কুলশিক্ষককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাসায় বসিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার উত্তরপত্র লেখানোর মামলায় শহরের জিকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলীর এ কারাদণ্ড হয়েছে। মামলার রায়ে লাল মিয়া নামে তার আরেক সহযোগীকেও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শেরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোমিনুল ইসলাম মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।—শেরপুর প্রতিনিধি

আমে রাসায়নিক, বিক্রেতার দণ্ড

রাসায়নিক মিশ্রিত আম বিক্রির অভিযোগ রাজু নামে এক আম বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে আমগুলো ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল ইমরান জানান, মঙ্গলবার সকালে শহরের বাতেন খাঁর মোড়ে রাসায়নিক মিশ্রিত আম বিক্রির সময় রাজুকে আটক করা হয়। পরে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ছিনতাইকারীর কবলে ইউপি সদস্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাছির উদ্দিন নামে এক নবনির্বাচিত ইউপি সদস্য ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি ও পিটিয়ে আহত করে সঙ্গে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন সেট লুটে নেয়। গতকাল উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

—রূপগঞ্জ প্রতিনিধি

হত্যা মামলায় যাবজ্জীবন

সদর উপজেলার ফুলকোচা গ্রামের সবুর শেখ হত্যা মামলায় মুকুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মুকুল সদর উপজেলার ফুলকোচা গ্রামের জেথার শেখের ছেলে।

—সিরাজগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর