বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা
কারখানায় আগুন

কর্তৃপক্ষের দাবি ৫৫ কোটি টাকার ক্ষতি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মীম গ্রুপের ‘আলেমা টেক্সটাইল’ কারখানায় অগ্নিকাণ্ডে তৈরি পোশাক ও যন্ত্রপাতি পুড়ে ৫৫-৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়কে আলেমা টেক্সটাইল কারখানার সাততলা ভবনের ওপরের তলায় সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। ১৩টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার চেয়ারম্যান মিজানুর রহমান ও ব্যবস্থাপক আবু তাহের দাবি করেন, সপ্তম তলায় তৈরি করা পোশাক শিপমেন্টের অপেক্ষায় ছিল। সেখানে বিপুল পরিমাণ টি-শার্ট, পলো শার্টসহ প্রায় ৪০০ মেশিন পুড়ে ৫৫-৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, প্রথম দিকে পানি সংকটের কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছিল। এ ছাড়া সরু রাস্তা ও জায়গাস্বল্পতার কারণে তাদের এরিয়াল প্লাটফরম লেডার (মইযুক্ত) গাড়িগুলো ভবনের কাছে পৌঁছতে পারেনি।

সর্বশেষ খবর