বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা
শিশু স্কুলছাত্রী খুন

প্রধান আসামি গ্রেফতার আদালতে স্বীকারোক্তি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে শিশু স্কুলছাত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে চুবিয়ে রাখার ঘটনায় প্রধান আসামি নিহতের চাচাতো ভাই রহমত উল্লাহ মনাকে (১৮) গতকাল পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তিনি গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইলিয়াস রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পারিবারিক বিরোধের কারণে হত্যার পর শিশুর লাশ সেপটিক ট্যাংকে চুবিয়ে রাখার কথা স্বীকার করেছেন মনা। মনা জানান, জমি নিয়ে কিছু দিন ধরে তার বাবা কালামের সঙ্গে চাচা কামালের বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া লেগেই থাকত। দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা বলাও বন্ধ ছিল। উল্লেখ্য, গাজীপুর হায়দরাবাদের দক্ষিণখান এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি কামাল হোসেনের মেয়ে মায়া গত রবিবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। রাত ১১টার দিকে এলাকাবাসী কামালের বড় ভাই কালামের টয়লেটের সেপটিক ট্যাংকে গলায় রশি দিয়ে  পেঁচানো মায়ার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের বাবা সোমবার জয়দেবপুর থানায় মামলা করেন।

সর্বশেষ খবর