বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

বিভক্ত চকরিয়া আওয়ামী লীগ, সংঘর্ষের আশঙ্কা

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগে চলছে অস্থিরতা। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সম্পাদকের নেতৃত্বাধীন গ্রুপ সভাপতিকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছে। পাশাপাশি মাজারে হামলা ও চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সভাপতিসহ তার অনুসারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে থানায়। একই সঙ্গে একটি জিডিও রুজু হয়েছে। এ সব নিয়ে দুই পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে। একাধিক সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগে গ্রুপিং চলছে দীর্ঘদিন ধরে। তা প্রকাশ্যে রূপ পায় গত ১৬ মে থেকে। ওই দিন ফাঁসিয়াখালীতে আপন কমিউনিটি সেন্টারে সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলমের নেতৃত্বে সভায় উপস্থিত নেতাদের সম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে দলীয় পদ থেকে অব্যাহতিদানের সিদ্ধান্ত হয়। ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, ডাকাত-সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও চিংড়িঘের দখলসহ নানা অভিযোগ তোলা হয় জাফর আলমের বিরুদ্ধে। একই সঙ্গে ওই দিনের মিটিংয়ে উপস্থিত নেতাদের জন্য মাজারে রান্না করা ভাত-মাংস পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ তোলা হয়। সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এমআর চৌধুরী, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ও নুরুল আমিনকে হত্যার হুমকি দেওয়া হয় অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেন সরওয়ার আলম। এসব অভিযোগ অস্বীকার করে জাফর আলম বলেন, সভাপতি উপস্থিত থাকতে অনুমতি ছাড়া অন্য কেউ দলীয় সভা করতে পারেন না।

সর্বশেষ খবর