বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

মামলা প্রত্যাহারে পোস্টারিং

চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে চাঁদাবাজি মামলায় গত সোমবার আদালত থেকে জামিন পেয়ে বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে আসামিপক্ষ। এ ঘটনার পর থেকে বাদীসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে গতকাল শশীভূষণ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এওয়াজপুর ও শশীভূষণ এলাকায় মামলা প্রত্যাহারের জন্য পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। জানা যায়, চরফ্যাশনের এওয়াজপুর ইউনিয়নের আবুল কালাম বাদী হয়ে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, তার ভাই আবুল কালাম বেলায়েত ও নুরুলের ছেলে সুজনসহ চারজনের বিরুদ্ধে শশীভূষন থানায় চাঁদাবাজি মামলা করেন। তদন্তে অভিযোগ প্রামাণিত হলেও মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম চাঁদাবাজির ৩৮৫ ধারা বাদ দিয়ে প্রতিবেদন দাখিল করেন। বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে আদালত মামলা পুনঃতদন্তের জন্য ডিবিকে নির্দেশ দেন। ডিবির তদন্ত কর্মকর্তা নঈমুল মোসতাক আসামিদের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদাবাজির ঘটনা সঠিক বলে রিপোর্ট পেশ করেন। আদালত ডিবির দাখিলকৃত প্রতিবেদন গ্রহণ করে শুনানি শেষে বিবাদীদের বিরুদ্ধে গত ২৪ এপ্রিল নুরুল ইসলামসহ আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। গত সোমবার চরফ্যাশন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান আসামি নুরুল ইসলাম ও তার ভাই আবুল কালাম হাজির হলে দুই নম্বর আসামির জামিন নামঞ্জুর করে প্রধান আসামীকে জামিন দেওয়া হয়।

সর্বশেষ খবর