বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

ফরিদপুরে আওয়ামী লীগ প্রার্থীর পাল্টা অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আওয়ামী লীগ প্রার্থীর পাল্টা অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম সোহাগ খানের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল দুপুরে সোহাগ খানের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বলা হয়, স্বাধীনতা যুদ্ধে তার বাপ-দাদা কেউই মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন না। কিন্তু সম্প্রতি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার প্রতিপক্ষের লোকজন নৌকা প্রতিক না পেয়ে অপপ্রচারে নামে। সোহাগ খান অভিযোগ করে বলেন, আটঘর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মলয় বোস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারাই আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে। মলয় বোস হত্যাকাণ্ড মামলার প্রধান সাক্ষী আমি। আমার সাক্ষ্যগ্রহণের কারণেই আসামিদের ফাঁসির দণ্ড ঘোষণা হয়েছে। মলয় বোস হত্যার সঙ্গে জড়িত ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলীমুজ্জামানের ভাই। এ কারণেই সে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। নির্বাচনে আমাকে হারানোর জন্য স্বতন্ত্র প্রার্থী নানা অপকৌশল অবলম্বন করছেন। নির্বাচনে জয়ী হতে না পারার আশঙ্কা থেকে আমার বাপ-দাদাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে আলীমুজ্জামান। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

সর্বশেষ খবর