শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

রেলের পরিত্যক্ত ভবন অপরাধীদের আখড়া

দিনাজপুর প্রতিনিধি

রেলের পরিত্যক্ত ভবন অপরাধীদের আখড়া

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের পরিত্যক্ত ভবন

দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত ভবনগুলো এখন অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসর বসে মাদক-জুয়াসহ অসামাজিক কার্যকলাপের। ভবনগুলো থেকে চুরি হচ্ছে পরিত্যক্ত লোহা, রড, টিন ও ইট। অথচ পরিত্যক্ত এসব ভবন নিলামে বিক্রি করলে সরকারের রাজস্ব আসতো। এক সময় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীর বসবাসের জন্য নির্মিত এ ভবনগুলো ১০/১৫ বছর আগেই বাসের অযোগ্য হওয়ায় রেলওয়ে প্রকৌশলী বিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। ফলে সেখানে কেউ বসবাস না করায় ভবনগুলো পরিণত হয়েছে অপরাধীদের অভয়াশ্রমে। মাদক ও জুয়ার খরচ যোগাতে চুরি করে নিয়ে যাচ্ছে ভবনের মূল্যবান নানা জিনিসপত্র। সরজমিনে গিয়ে দেখা যায়, রেলওয়ে স্টেশনের কাছে একটি পরিত্যক্ত ভবন এখনও দাঁড়িয়ে আছে। পাশের ভবনটি লোহা, টিন সবই চুরি হয়ে গেছে। একই অবস্থা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে খালাসী ভবনগুলোর। বেশকিছু টিন চুরি গেছে এসব ভবনের। এছাড়া মালামাল বহনের ৪ নম্বর লাইনের ধারে যে গুদামটি ছিল তার চিহ্ন পর্যন্ত নাই। এলাকাবাসী জানায়, মাদকসেবীরা রাত হলেই রেলওয়ের ঘরের ছাউনির টিন খুলে নিয়ে ভাঙাড়ি দোকানে বিক্রি করছে। এমনকি ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে তারা। এভাবেই হারিয়ে যাচ্ছে রেলের সম্পদ। ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, রেলওয়ের আইনশৃঙ্খলা দেখভাল করে রেলওয়ে পুলিশ। কিন্তু রেলওয়ে পুলিশ স্টেশন ফুলবাড়ীতে না থাকায় পার্বতীপুর থেকে এসে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারে না। যার ফলে চুরি হচ্ছে, পরিত্যক্ত ভবনের রড, ইট, টিন। রেলওয়ে প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, পরিত্যক্ত ভবনগুলো নিলামে বিক্রির জন্য কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমতি দিলেই এগুলো নিলামে বিক্রি করা হবে।

সর্বশেষ খবর