শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

প্রার্থীদের বিরামহীন প্রচারণা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রার্থীদের বিরামহীন প্রচারণা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

শেষ মুহূর্তে জমে উঠেছে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন। পৌরএলাকা ছেয়ে গেছে ব্যানার-পোস্টারে। কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে গণসংযোগ, উঠান বৈঠক। ভোট প্রার্থনায় দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণায় বাধা ও নানা প্রতিবন্ধকতার অভিযোগসহ সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি করেছেন প্রার্থীরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোটা দিতে পারেন সেজন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন তারা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৫ মে লক্ষ্মীপুর সদর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মেয়র পদে আওয়ামী লীগের এমএ তাহের ও বিএনপির রেজাউল করিম লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১৩ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২ হাজার ৮৮৭। ভোট কেন্দ  সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২৮টি। এর মধ্যে ২০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম লিটন অভিযোগ করেন, ‘অস্ত্রসহ হুন্ডা (মোটরসাইকেল), গুণ্ডা দিয়ে প্রতি রাতে আমার নেতা-কর্মীর বাড়ি গিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। অনেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমার সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, মাইক ভাঙচুর করা হয়েছে। অভিযোগ করেও প্রতিকার পাইনি। সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ নিশ্চিত আমি বিজয়ী হব।’ নির্বাচিত হলে মাদক ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দেন এ প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের বলেন, ‘পৌর এলাকায় ড্রেন, পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা থাকবে না। শুধু প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর এসে প্রতিশ্রুতি দিলে আদায় করার দায়িত্ব আমার। তিনি বলেন— মেয়র হওয়ার পর আমি যে উন্নয়ন করেছি, বিগত ৪০ বছরেও তা কেউ করতে পারেননি।’ বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে আবু তাহের জানান, কোথায় বাধা দেওয়া হয়েছে, কে দেখেছেন। একজন প্রার্থী হয়ে আমি তো শুনিনি। রাতের আঁধারে রাজনীতি করার অভ্যাস আমার নেই। লক্ষ্মীপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আচরণবিধি লঙ্ঘন রোধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দে  এসে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে চাই।

সর্বশেষ খবর