শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

রাবার বাঁধে হাজারো কৃষকের মুখে হাসি

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর উপর রাবার বাঁধ নির্মিত হওয়ায় প্রায় তিন হাজার কৃষকের মুখে হাসি ফুটেছে। ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে প্রকৃতির পানি দিয়ে সেচ সুবিধায় এসেছে এলাকার এক হাজার ৮০০ একর জমি। রাবার বাঁধের মজুদ পানি দিয়ে কৃষক এখন বছরে চারটি ফসল আবাদ করতে পারবেন। বোরো ধানের উৎপাদন বেড়ে যাবে আগের চেয়ে কয়েকগুণ। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালী নদীর সন্ন্যাসীভিটা এলাকায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ২০১৫ সালের ফেব্রুয়ারি বাঁধের কাজ শুরু করে। শেষ হয় গত মার্চে। বিএডিসির সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ জানান, বাঁধের ফলে উপকারভোগী কৃষকের মুখে হাসি ফুটেছে। তারা এখন খুব সহজে শ্যালো মেশিন দিয়ে পানি ব্যবহার করতে পারবেন। বিদ্যুৎ-তেল সাশ্রয় হবে। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল বলেন, রাবার বাঁধের ফলে কৃষকরা কম খরচে শুষ্ক মৌসুমে ফসল আবাদ করতে পারবেন। ফলে ওই এলাকায় ফসলের নিবিড়তা বাড়বে এবং ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে।

সর্বশেষ খবর