শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

১৭ বছর ভাড়া ভবনে সারিয়াকান্দি পৌরসভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রতিষ্ঠার ১৭ বছরেও সারিয়াকান্দি পৌরসভার নিজস্ব ভবন নির্মাণ হয়নি। ভাড়া ভবনে চলছে পৌরসভার কার্যক্রম। এতে বিঘ্ন ঘটছে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায়। অপরদিকে পৌরবাসী কাঙ্ক্ষিত ট্যাক্স না দেওয়ায় পৌরসভায় কর্মরত ১৫ কর্মচারীর বেতন বকেয়া রয়েছে প্রায় ৪১ মাসের। এ বিষয়ে সারিয়াকান্দি বর্তমান পৌর মেয়র আলমগীর শাহী সুমন জানান, পৌরভবন নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পাওয়া গেলেই ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার আহবান করবে। জানা গেছে, ১৯৯৯ সালের ৪ নভেম্বর সারিয়াকান্দি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার সাতটি মৌজার নয়টি ওয়ার্ডে প্রায় ১৮ হাজার ৫৪৩ মানুষের বাস। পৌরসভায় ভোটার সংখ্যা ১৩ হাজার ৭৬৮। প্রতিষ্ঠার পর প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হামিদ সরদার। দ্বিতীয় মেয়র ছিলেন বিএনপি সমর্থিত টিপু সুলতান। দীর্ঘদিন পৌরসভায় দুজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করলেও পৌরভবন নির্মাণে কেউ উদ্যোগ নেননি। ফলে পৌরসভাটি প্রতিষ্ঠালগ্ন থেকে ভাড়া ভবনে কার্যক্রম চালিয়ে হচ্ছে। বাসিন্দারাও নাগরিক সুযোগ থেকে বঞ্চিত। ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে পৌর মেয়র হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। সাবেক ছাত্রনেতা শাহী সুমন মেয়র নির্বাচিত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে পৌরসভার সমস্যা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করেছেন।

সর্বশেষ খবর