শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

‘বিজয়ী হয়েছেন’ চেয়ারম্যান হতে পারেননি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনি জটিলতায় পাঁচ বছর আদালত ও নির্বাচন কমিশন অফিসে ঘুরছেন চেয়ারম্যান পদে জয়ী হেলাল উদ্দিন। ২০১১ সালে কসবার খাড়েরা ইউপি নির্বাচনে বিজয়ী হন তিনি। রায় পেয়েও চেয়ারে বসতে পারছেন না। একে কাজে লাগিয়ে পদে আসীন হন পরাজিত চেয়ারম্যান প্রার্থী গোলাম জিলানী। পাঁচ বছর আগের নির্বাচনের ফলাফল পেতে না পেতে আরেক নির্বাচন হাজির। সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইব্যুনাল ২৪ মে রায়ের দিন ধার্য্য করেছে। তফসিল অনুযায়ী এই ইউপিতে ২৮ মে নির্বাচন। জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, বিষয়টি দুর্ভাগ্যজনক। পাঁচটি বছর বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত হয়ে আছে। জেলা প্রশাসক মোশাররফ হোসেন বলেন, বিষয়টি খুবই জটিল হয়ে গেছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতে আমরা ওই ইউপিতে নির্বাচনের আয়োজন করছি। জানা যায়, ২০১২ সালের ৮ আগস্ট খাড়েরা ইউপির গেজেট গোলাম জিলানীর নামে প্রকাশ হয়। ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, ‘ইসির তদন্ত, নির্বাচনী ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ সর্বস্তরের রায় আমার পক্ষে। আপিল ট্রাইব্যুনাল ২৪ মে রায়ের দিন ধার্য্য করেন। কিন্তু এই ইউপিতে ২৮ মে নির্বাচন।’

সর্বশেষ খবর