শিরোনাম
রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় জীবনানন্দ দাশ আলোচনা ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে শুক্রবার বিকালে পৌরপার্কে ‘জীবনানন্দ দাশের কবিতায় রমণী’ শীর্ষক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির খসরু সেলিম। প্রধান আলোচক ছিলেন ষাট দশকের কবি মুহম্মদ শহীদুল্লাহ। আলোচনা ও কবিতাপাঠে অংশ নেন কবি রেজাউল করিম চৌধুরী, তৌফিক হাসান ময়না, কবি ইসলাম রফিক, আবদুল খালেক, রাহমান মিজান, সিকতা কাজল, মির্জা আহসানুল হক দুলাল, মনসুর রহমান, আফসানা জাকিয়া, হাবীবুল্লাহ্ জুয়েল, হাদিউল হৃদয়, অরণ্য আপন, নয়ন আহমেদ, মিঠু, রঞ্জু ইসলাম, রাব্বী হাসান, নাবীলা আহমেদ স্বর্ণা, রহিমা খাতুন, কাওছার মাহমুদ, সোহাগ রানা, রাকিব হাসান, আল আমিন মোহাম্মদ, রাহাত মাহমুদ প্রমুখ। পরে  বেলাল সরকারের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্জন দ্বীপের ভাবনা’র  মোড়ক উন্মোচন করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। কাব্যগ্রন্থটির প্রকাশক বগুড়া লেখক চক্র।

সর্বশেষ খবর