শিরোনাম
মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

বিভিন্ন স্থানে সংঘর্ষ ভাঙচুর আগুন

প্রতিদিন ডেস্ক

গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

ইউপি নির্বাচন নিয়ে বিরোধে পাবনায় প্রতিপক্ষের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ, বগুড়া, নীলফামারীতে সংঘর্ষ, বাড়িঘর-ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারদের মধ্যে বিরাজ করছে পুলিশ আতঙ্ক। প্রতিনিধিদের পাঠানো খবর— পাবনা : সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকের বিরোধের জেরে গুলিতে একজন নিহত হয়েছেন। স্থানীয় পয়দা বাজারে রবিবার এ ঘটনা ঘটে। নিহত রহিম গয়েশপুর ইউনিয়নের রহিমপুরের জমশের আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুন্সীগঞ্জ : সদর উপজেলার মোল্লাকান্দি ইউপি নির্বাচন ঘিরে রবিবার চারটি গ্রামে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটনায়। ভাঙচুর করে ৩৫টি বাড়িঘর। দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমঘাটা, রাজারচর, মহেশপুর ও চরডুমুরিয়া গ্রামে নৌকার প্রার্থী রিপন পাটোয়ারী ও বিদ্রোহী মহসীনা হকের সমর্থকের মধ্যে সহিংসতার এ ঘটনা ঘটে। বগুড়া : কাহালুর মুরইল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে কর্মী-সমর্থকরা রবিবার বিক্ষোভ মিছিল শেষে বগুড়া-নওগাঁ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুরে খাতামধুপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাসুদ রানা পাইলটের ওপর হামলা হয়েছে। শনিবার রাতে গণসংযোগের সময় হামুরহাটে এ ঘটনার শিকার হন তিনি। জামালপুর : হামলা ও ভাঙচুরের অভিযোগে সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবীর তালুকদারসহ ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতপোয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের সরিষাবাড়ী থানায় এ মামলা করেন। অভিযোগে বিএনপি প্রার্থী আবদুল হাইয়ের নির্বাচনী সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় অভিযুক্তরা নৌকার কর্মীদের সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুরের কথা উল্লেখ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার ১১ ইউনিয়নের ছয়টিতে বেকায়দায় আওয়ামী লীগের প্রার্থী। সব কটিতে বিদ্রোহী বা বিএনপি প্রার্থীর অবস্থান ভালো। সে কারণে প্রচার-প্রচারণার শুরু থেকেই অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। আগুন আর পুলিশ আতঙ্ক প্রকট হয়ে দেখা দিয়েছে। চাঁদপুর : মতলব উত্তর উপজেলায় চারটি ইউনিয়নে বিএনপি প্রার্থীদের এলাকাছাড়া করা হয়েছে। প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে তাদের। হামলা-মামলার হুমকিতে এলাকায় আসতে পারছেন না— এমন অভিযোগ বিএনপির। ফেনী : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি প্রার্থী আমিন উদ্দিন দোলন জানান, গতকাল ভোরে দুর্বৃত্তরা তার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ করে ও গোয়াল ঘরে আগুন দেয়। হামলাকারীরা তার বাড়ির কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়। তখন ঘরে তার মা ছাড়া অন্য কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে তার মাকে উদ্ধার করেন। পাবনা : ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকশীর দিয়াড়বাঘইলে এ ঘটনা ঘটে। ২৮ মে পাকশীতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর