মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

‘লক্ষ্মীপুরে সম্ভাব্য এজেন্ট ও কর্মীদের হত্যার হুমকি’

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর প্রচারণায় বাধা, নেতা-কর্মী ও সমর্থকদের মারধর, সম্ভাব্য এজেন্টদের ভয়-ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু তাহের ও তার সমর্থকদের বিরুদ্ধে। বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে লক্ষ্মীপুরকে ‘আতঙ্কিত শহরে’ পরিণত করার অভিযোগও করা হয়েছে। রবিবার দুপুরে বিএনপির মেয়র প্রার্থীর শহরের উত্তর তেমুহনীর বাসায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের ডেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব অভিযোগ করেন জেলা যুবদল সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম লিটন।

সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করে বলেন, বিএনপির প্রচার কাজে অংশ নেওয়ায় গত কয়েকদিনে ১০ নেতা-কর্মীকে মারধর, পৌরসভার ৮ ও ১৫ নম্বর ওয়ার্ডে মাইক ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া ও বিভিন্ন স্থানে আমার পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেককে অস্ত্র দেখিয়ে এলাকাছাড়া ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভোটের দিন তারা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সহসভাপতি সাইদুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী ও সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি হারুনুর রশিদ, কলেজ সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ। কাল লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন।

সর্বশেষ খবর