মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় পাঁচ শিশু কিশোর নিহত

প্রতিদিন ডেস্ক

মুন্সীগঞ্জে পিকাপভ্যান ও ট্রাক সংঘর্ষে তিন কিশোর এবং নীলফামারীতে ইজিবাইকের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় গাজীপুর, ঝিনাইদহ ও সৈয়দপুরে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী পিকাপ ভ্যান ও ট্রাক সংঘর্ষে পিকাপ ভ্যানের তিন কিশোর যাত্রী নিহত ও ১৬ জন আহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলার কলাবাগান নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— শুভ (১৬), রাহাত (১৪) ও রফিক (১৩)। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই ঢাকার শনিআখড়া এলাকার বাসিন্দা। তারা শবেবরাতের রাতে ১৭/১৮ বন্ধু পিকআপ ভ্যানে মাওয়া ঘাটে ঘুরতে আসেন। নীলফামারী : সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় আহত দুই শিশু গতকাল ভোরে রংপুর মেডিকেলে মারা গেছে। নিহতরা হল— সয়দপুর উপজেলার কামারপাড়া ললিত চন্দে র ছেলে ধীমান (৫) ও অশ্বিনী চন্দে র মেয়ে বীথি রানী (৪)। তারা আপন চাচাতো ভাই-বোন। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে ঢেলাপীর-হাজারিহাট সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী ইজিবাইক তাদের ধাক্কা দেয়। এদিকে, সৈয়দপুরে মিনিবাসের ধাক্কায় জালাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার সিদ্দিকীয়া তেলীপাড়ায়।  গাজীপুর : সালনা এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় রবিবার বাসচাপায় মহসিন আলী মোল্লা নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বসন্তপুর গ্রামে।

সর্বশেষ খবর