শিরোনাম
মঙ্গলবার, ২৪ মে, ২০১৬ ০০:০০ টা

হাইটেক পার্কে নির্মাণ করা হচ্ছে আধুনিক রেলস্টেশন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে। ৪৮ কোটি ৫৯ লাখ ব্যয়ে নির্মিত এই রেলওয়ে স্টেশনটি আগামী বছরের ডিসেম্বর নাগাদ নির্মাণ কাজ শেষ হবে।

সোমবার বিকালে রেলমন্ত্রী মজিবুল হক কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় নির্মাণাধীন ওই স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি এর কার্যক্রম এলাকা ঘুরে দেখেন এবং এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্থানীয় জনসাধারণ ও হাইটেক পার্কে কর্মরতদের নির্বিঘ্ন যোগাযোগের জন্য এই স্টেশনটি নির্মাণ করা হচ্ছে।

এখানে আধুনিক রেললাইন, স্টেশন বিল্ডিং, আধুনিক সিগন্যালিং সিস্টেম নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ কাজ শেষ হওয়ার পর ঢাকা থেকে হাইটেক পার্ক পর্যন্ত বিশেষ কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে।  পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর