রংপুরে বাসের ধাক্কায় শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। গাজীপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পুলিশের এক এএসআইসহ চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রংপুর : পীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। ঢাকাগামী একটি বাস ব্যাটারিচালিত রিকশাভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক ফুল মিয়া মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় যাত্রী স্কুলশিক্ষক সোহেল রানার। গাজীপুর : কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তৈয়বুর রহমান নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। তৈয়বুর সিলেট কোতোয়ালি থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। স্বজনরা জানান, চার দিনের ছুটিতে বাড়িতে ছিলেন তৈয়বুর। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে দেখতে ঢাকা যান তিনি। রাতে মোটরসাইকেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বগুড়া : জেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। কাহালুতে বাসচাপায় উজ্জ্বল হোসেন নামে এক মোটরসাইকেল চালক এবং শেরপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলতাফ হোসেন নামক এক ট্রাকযাত্রী নিহত হন। নোয়াখালী : সোনাইমুড়ীতে পিকআপ ভ্যানচাপায় গতকাল এক স্বাস্থ্য সহায়কের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল গফুর বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে। সিরাজগঞ্জ : ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে মজিবর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কামারখন্দ উপজেলার বালুকোল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান দিনাজপুর জেলার বাসিন্দা।