শেরপুরের শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিনের ওপর হামলার দায়ে পৌরসভার মেয়র আবু সাঈদকে কারাগারে পাঠিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক হাসান সরকার শাহরিয়ার। উচ্চ আদালতের নির্দেশে সোমবার দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। অভিযোগ রয়েছে— ৩১ মার্চ শ্রীবর্দী উপজেলার ছয়টি ইউপিতে ভোট চলাকালে আবু সাঈদ ইউএনওর সঙ্গে অশোভন আচরণ করেন। পরে ওইদিন রাতেই নির্বাচনী সামগ্রীসহ নিজ কার্যালয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইউএনও এবং তার গাড়িচালক। বিষয়টি নির্বাচন কমিশনকে জানালে ১৩ এপ্রিল ইসি থেকে ওই মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয় এবং মেয়রের বিরুদ্ধে নির্বাচনী আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়।
এদিকে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশাকে কারাগারে পাঠিছেন আদালত। সোমবার দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, গত ২৮ মে’র ইউপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন বিএনপি নেতা বাদশা। এর আগেও তিনি পর পর দুবার চেয়ারম্যান নির্বাচিত হন।