শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

পঞ্চগড়ে পাথর-বালি বিক্রি সরবরাহ বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি

বখশিশের নামে চাঁদাবাজি এবং লোডিং-আনলোডিংয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে পঞ্চগড়ের পাথর বালি ব্যবসায়ীরা জেলায় অনির্দিষ্টকালের জন্য পাথর বালি বিক্রি ও সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে গত তিনদিন ধরে  বেকার শহস্রাধিক শ্রমিক। ট্রাক টার্মিনালে আটকে পড়েছে কয়েকশ ট্রাক। ব্যবসায়ীরা জানান, লোডিং-আনলোডিং শ্রমিকরা প্রত্যেক গাড়ি থেকে ৭০০-৮০০ টাকা বখশিশ নিচ্ছেন। জেলা প্রশাসন লোডিং আনলোডিং ফি ১.৯০ টাকা নির্ধারণ করলেও তারা ব্যবসায়ীদের জিম্মি করে আদায় করছেন ২-৩ টাকা। শ্রমিকদের বাদ দিয়ে ব্যবসায়ীরা লোড আনলোডের কাজে নিজেদের লোক নিয়োগে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে। শ্রমিকরা ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে বলেন— চালকরা ইচ্ছা করে বখশিশ দেন, তাতে ব্যবসায়ীদের তো কোনো ক্ষতি হয় না। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল জানান, শ্রমিকরা এসেছিলেন। ব্যবসায়ীরা এ ব্যাপারে এখনও আমাকে কিছু জানাননি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর