মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে বিচ্ছিন্ন ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি

মোটর মালিক সমিতির দ্বন্দ্বে চারদিন ধরে ময়মনসিংহের সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের বাস চলাচল বন্ধ রয়েছে। ঈদ সামনে রেখে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব অঞ্চলে যাতায়াতকারীরা। ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বিকাশ সরকার জানান, ‘ময়মনসিংহ থেকে প্রতিদিন ৪০ থেকে ৪৫ বাস চলাচল করে উত্তর ও দক্ষিণবঙ্গে। গত বুধ ও বৃহস্পতিবার থেকে আমাদের বাসগুলো যশোরে শ্রমিক ইউনিয়নের মিন্টু আটকে রেখে বেনাপোল এবং খুলনার যাত্রীদের ফেরত দিয়ে দেয়। তদ্রূপ সিরাজগঞ্জেও মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেনের নির্দেশে আমাদের যাত্রীদের সাতক্ষীরায় নামিয়ে দেওয়া হয়।’ ময়মনসিংহ শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম জানান, শামীম এন্টারপ্রাইজের বাস বেনাপোল-যশোর রুটে বিগত ২২ বছর চলাচল করছে। কিন্তু হঠাৎ সিরাজগঞ্জ মালিক সমিতি এবং যশোর শ্রমিক ইউনিয়ন আমাদের বাসগুলো থেকে যাত্রী নামিয়ে দিচ্ছে। আমাদের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ খবর