সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
সোহাগপুর গণহত্যা দিবস আজ

মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান ৯ বীরাঙ্গনা

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গ্রামে ১৮৭ পুরুষকে হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোষররা। এ দিন বিধবা হন ৬২ নারী। ধর্ষণের শিকার হন ১৪ জন। সেই থেকে গ্রামটি বিধবাপল্লী হিসেবে পরিচিতি পায়। এর মধ্যে চারজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে। চলতি বছর থেকে তারা ভাতা উত্তোলন করছেন। সরকারের ঘোষণা অনুযায়ী সোহাগপুর বিধবাপল্লীর আরও নয়জন বীরাঙ্গনা জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান। এরা হলেন— হাফিজা বেওয়া, অজুফা বেওয়া, মহিরন বেওয়া, সমলা বেওয়া, হাজেরা বেওয়া, হাছনা আরা, আমেনা বেওয়া, করফুলি বেওয়া ও তল্লল বেওয়া।

সর্বশেষ খবর