শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতরা হলেন— উপজেলার শ্রীমান্তপুরের আবদুল মান্নানের স্ত্রী আনোয়ার বেগম বানু, ইসরাইলের স্ত্রী মাবিয়া বেগম ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আবদুর রাজ্জাকের স্ত্রী আলেয়া বেগম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ৫টার দিকে আনোয়ারা ও মাবিয়াসহ কয়েকজন নারী গোদাগাড়ী ডিগ্রি কলেজের সামনে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা। স্থানীয়রা মাবিয়াকে রাজশাহী মেডিকেলে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। অপরদিকে বেলা ১১টার দিকে উপজেলার সাহাব্দিপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত হন আলেয়া বেগম। এ সময় আহত হন অন্তত ২০ জন। এদের মধ্যে ১৪ জনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। নরসিংদীতে শিশু : নরসিংদী প্রতিনিধি জানান, বাসচাপায় নাজমুল (৫) নামে এক শিশু নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় গতকাল এই দুর্ঘটনা ঘটে। নাজমুল সৈয়দনগর এলাকার কালাম মিয়ার ছেলে। দুপচাঁচিয়ায় অটোভ্যান চালক : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক আবু বকর (২৮) নিহত হয়েছেন। নিহত বকর কাহালু উপজেলার জোগাড়পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় বিকল একটি ট্রাককে রশি দিয়ে টেনে নিতে গিয়ে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানের চালক আবু বকর আহত হন।

সর্বশেষ খবর