শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
পাঁচ বাঙালি সংগঠনের ডাক

১০ আগস্ট তিন পার্বত্য জেলায় হরতাল

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের প্রতিবাদ ও বাতিল দাবিতে ১০ আগস্ট পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে পাঁচটি আঞ্চলিক বাঙালি ভিত্তিক সংগঠন। গতকাল গণমাধ্যমে দেওয়া সংগঠনগুলোর পক্ষে পার্বত্য নাগরিক পরিষদের দফতর সম্পাদক খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা চিন্তা করে এক তরফাভাবে মন্ত্রিসভা এ আইনের নীতিগত অনুমোদন দিয়েছে। এতে ভূমির অধিকার হারাবে সাধারণ মানুষ। এই আইন বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সংগঠনে নেতারা। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়া গত সোমবার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে উদ্বেগ প্রকাশ করে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

সর্বশেষ খবর