শিরোনাম
বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সরকার বন্যাদুর্গতদের পাশে আছে

মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকার সবকিছু করছে। সরকার বন্যাদুর্গতদের পাশে আছে। প্রতিটি দুর্গত মানুষের ঘরে ত্রাণ পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করছে সরকার। গতকাল সকালে জামালপুরের চান্দের হাওড়া হাইস্কুল মাঠে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এখানে পাঁচশ পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সামর্থ্যবানদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা নেবে। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, আশরাফ হোসেন তরফদার, সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএস মিজানুর রহমান, সালেহ শফিক গেন্দা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর