শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তিন জেলায় জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মী গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল, ঠাকুরগাঁও সদর ও নীলফামারীর ডিমলায় জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জামালপুরে এক ‘জেএমবি’ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান— নাচোলে ৬ শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মোবারক হোসেন মিতুল, রুহুল আমিন, আবদুল ওয়াদুদ শিশির, ইসাহাক আলী, লতিফুর রহমান ও ফয়সাল।  পুলিশের দেওয়া ভাষ্য মতে— কসবা ইউনিয়নের বদ্ধাই চণ্ডিপুর আলিম মাদ্রাসায় ৬ শিবির নেতা-কর্মী গোপন বৈঠক করছে, খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে জিহাদি বই, টাকা আদায়ের রসিদ বই, ইয়ানত আদায়ের রেজিস্টার খাতা, লিফলেটসহ ৬টি ককটেল পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, আবদুল মজিদ, আবদুর রহমান, ইয়াসিন আলী, শাহ আলম, রিয়াজুল ইসলাম জনি। নীলফামারী প্রতিনিধি জানান— ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের জামায়াতের আমির রোকনুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান— ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। জামালপুর প্রতিনিধি জানান —পুলিশের বরাতে জানিয়েছেন ফারুক হোসেন নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জামালপুর সদর উপজেলার শরিফপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. ফজল মিয়া। বাড়ি শরিফপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আজহার জানান, ফারুক হোসেন সিঙ্গাপুর পালিয়ে গিয়েছিল। সিঙ্গাপুর পুলিশ ফারুক হোসেনের সঙ্গে জেএমবি জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তাকে ২০১৫ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশে ফেরত পাঠায়। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। খুলনায় যুবক আটক : নিজস্ব প্রতিবেদক জানান— নগরীর খানজাহান আলী থানার ট্রলারঘাট থেকে গতকাল সকালে রিপন নামের এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার বাড়ি নড়াইল জেলার কালিয়ায়। নগর গোয়েন্দা পুলিশের এসি কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাইপগান ও বোমা সদৃশ বস্তুসহ তাকে আটক করা হয়েছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর