শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আত্মরক্ষায় তায়কোয়ানডো

সিরাজগঞ্জ প্রতিনিধি

আত্মরক্ষায় তায়কোয়ানডো

সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে চলছে তায়কোয়ানডো খেলোয়াড়দের প্রশিক্ষণ

কিশোর-কিশোরীদের আত্মরক্ষামূলক কৌশল ও কসরত রপ্তসহ এসএ গেমসে সোনা জেতার স্বপ্ন নিয়ে সিরাজগঞ্জে তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ কিশোর-কিশোরীদের তায়কোয়ানডো খেলোয়ার প্রশিক্ষণ শুরু হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সমন্বয়ে এবং জেলা ক্রীড়া সংস্থা সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে ৬০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ঢাকায় নিয়ে যাওয়া হবে। ঢাকায় জাতীয় পর্যায়ে ৪০ জনের টিম প্রশিক্ষণ শেষে প্রতিভাবানরা অংশ নিতে পারবে এসএ গেমসে। এমনটি জানিয়েছে তায়কোয়ানডো ফেডারেশনের কোচ এনায়েত হোসেন। ১৫ বছরের কিশোরী শারমিন আকতার নিশি জানান, আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য প্রশিক্ষণ অংশ নিয়েছি। একই কথা জানালেন তুহিনসহ অন্যরা। প্রশিক্ষণার্থীরা আরও জানান, এসএ গেমসে সোনা জিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তারা এ প্রশিক্ষণ নিয়ে সাফল্য অর্জন করতে চায়। স্থানীয় কোচ বাবুল হোসেন জানান, ২৮ জুলাই থেকে সিরাজগঞ্জ স্টেডিয়ামে ৬০ জন প্রশিক্ষণার্থী নিয়ে তায়কোয়ানডো প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে ১১ আগস্ট পর্যন্ত চলবে। এখান থেকে বাছাইকৃতরা ঢাকায় জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর