শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নালিতাবাড়ীতে নিয়োগে অনিয়ম

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া উচ্চবিদ্যালয়ের ৯ লাখ টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর পদে নিয়োগে অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১৩ মার্চ  বিদ্যালয়ের জন্য একজন নিন্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৮ জন প্রার্থী  আবেদন করেন। ৩০ জুলাই উপজেলা পরিষদের সভাকক্ষে নিয়োগ পরীক্ষা হয়। পাঁচজন প্রার্থী উপস্থিত হন। প্রার্থী এমরুল হাসান বলেন, আমার কাছ থেকে সভাপতি হারুন আর রশিদ  ৮ লাখ টাকা চুক্তি করে দুই লাখ টাকা অগ্রিম নেন। আবার কমিটির সদস্য হাবিল উদ্দিনের ছেলে শফিউল বাশারের সঙ্গে ৯ লাখ টাকার চুক্তি করেন। ২৮ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু টাকার বিনিময়ে শফিউলকে নিয়োগ দেওয়া হবে এলাকায়  জানাজানি হয়ে গেলে শাহ সুলতান ও স্বপন আলী দুই প্রার্থী পরীক্ষা বন্ধ করার জন্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। পরে ৩০ জুলাই উপজেলা পরিষদের সভাকক্ষে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষা শেষে ফলাফল অনুযায়ী শফিউল বাশারকে প্রথম ঘোষণা করা হয়। সভাপতি হারুন অর রশিদ বাড়ি ফিরার পথে পৌর শহরে এমরুল  দুই লাখ টাকা ফিরত দিতে পথরোধ করেন। সভাপতির লোকজন দুই ঘণ্টা পর দুই লাখ টাকা ও একমাসের লভ্যাংশসহ দুই লাখ ২০ হাজার টাকা ফিরত দেন। ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, আমার উপস্থিতিতে পরীক্ষা হয়েছে। যে ভালো করেছেন তাকেই প্রথম ঘোষণা করা হয়েছে। সভাপতি অথবা কেউ টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই।

সর্বশেষ খবর