শনিবার, ৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সুন্দরবনে বনদস্যু আটক

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে দস্যু দমনে নৌবাহিনী ও কোস্টগার্ডের অপারেশন পাইরেটস হান্টের দ্বিতীয় দিনে গতকাল আটক হয়েছেন কথিত বনদস্যু আল আমিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিন্টু মিয়া (৪০)। বিকালে যৌথ বাহিনীর সদস্যরা পশ্চিম সুন্দরবনের জাভা নদী থেকে একটি নৌকাসহ তাকে আটক করেন। আটক মিন্টু মিয়া খুলনার কয়রা উপজেলার মোল্লাপাড়া গ্রামের সৈয়দ মোল্লার ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কপিলমুনি, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলার চর এলাকায় বনদস্যু বাহিনীগুলোর ব্যবহৃত ১০টি আস্তানা ও ওয়াচ টাওয়ারের সন্ধান পায় যৌথ বাহিনী। নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে ওইসব আস্তানা ও ওয়াচ টাওয়ার পুড়িয়ে ধ্বংস করে দেন।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ জানান, অপারেশন পাইরেটস হান্টের লক্ষ্য সুন্দরবনের জল-স্থলে দস্যুদের নির্মূল ও মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের উদ্ধার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর