রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রবেশপত্র ছাড়া পরীক্ষা!

সুনামগঞ্জ প্রতিনিধি

পরীক্ষার ফরম পূরণ করার পরও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে ডাটা এন্ট্রি না করায়  সুনামগঞ্জের ধর্মপাশা ডিগ্রি কলেজের ১২ শিক্ষার্থীকে প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা দিতে হয়েছে। গতকাল ধর্মপাশার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের পরীক্ষায় প্রবেশপত্র ছাড়া পরীক্ষা  নেওয়ার এই ঘটনাটি ঘটে। কলেজ সূত্র জানায়, চলতি বছর ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নিতে ধর্মপাশা ডিগ্রি কলেজ থেকে ২৫৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের ই-মেইলে শিক্ষার্থীদের প্রবেশপত্র পাঠানো হলেও ১২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসায় বিপাকে পড়েন তারা। পরে কলেজ কর্তপক্ষের আবেদনের পর বিশেষ বিবেচনায় ওই ১২ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত সুপার ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে ১২ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর