রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নতুন ভবন অবশেষে অপসারণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নতুন ভবন অবশেষে অপসারণ

সরকারি সম্পত্তিতে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির গড়ে ওঠা সম্প্রসারিত ভবন ভেঙে ফেলছে স্থানীয় প্রশাসন —বাংলাদেশ প্রতিদিন

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নির্দেশে অবশেষে অপসারণ করা হচ্ছে অবৈধভাবে নির্মাণাধীন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সম্প্রসারিত নতুন বহুতল ভবন। জেলা জজ আদালতের জায়গায় গড়ে ওঠা ওই ভবনটির অপসারণ কার্যক্রম গতকাল সকালে শুরু করে স্থানীয় প্রশাসন। এর আগে ২৫ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ভবনটি অপসারণের আদেশ দেয়। গতকাল সকালে ঘটনাস্থলে এসে অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ, লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন। তবে এ সময় কর্মকর্তারা কেউ গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য দিতে রাজি হননি।

সর্বশেষ খবর