রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে দেশে জঙ্গিবাদের শুরু’

নীলফামারী প্রতিনিধি

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশে জঙ্গি হামলা শুরু হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। ছায়ানট, সিপিবির সমাবেশে বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে বাংলা ভাই সৃষ্টি করেছে। একসঙ্গে দেশের সব জেলায় বোমা হামলা হয়েছে। এর পরও তারা বলেছিল দেশে জঙ্গি নেই। তা নাকি মিডিয়ার সৃষ্টি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আজ তারাই জঙ্গিবাদের মদদ জোগাচ্ছে। নীলফামারী শহীদ মিনার চত্বরে জেলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবস স্মরণসভা ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদ শামীমের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম। পরে জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা বের হয়।

সর্বশেষ খবর