বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সেতু আছে সড়ক নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সেতু আছে সড়ক নেই

ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা-শিবপুর-নবীনগর সড়কে প্রায় ১০ বছর আগে ২টি সেতু (উপরে) নির্মাণ হলেও এখন পর্যন্ত সড়কটি (নিচে) চালু হয়নি —বাংলাদেশ প্রতিদিন

দেশে হাতেগোনা কয়েকটি উপজেলা আছে যাদের সঙ্গে নিজ জেলা সদরের কোনো সরাসরি সড়ক যোগাযোগ নেই। এরকম উপজেলার বেশির ভাগই পার্বত্য কিংবা হাওর এলাকায়। তবে নবীনগরের ১৮ কিলোমিটার দূরত্বে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা-শিবপুর-নবীনগর সড়কে প্রায় ১০ বছর পূর্বে  ২টি ব্রিজ নির্মাণ হলেও এখনো পর্যন্ত সড়কটি চালু না হওয়ায় জেলা সদরের সঙ্গে নবীনগর উপজেলার সড়ক পথে যোগাযোগ স্থাপিত হয়নি।  ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আমির হোসেন জানান, সড়ক ও জনপথ অধিদফতর ইতিমধ্যে ‘নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করেছে। প্রস্তাবিত প্রকল্পের  দৈর্ঘ্য ১৭.৭১ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই সম্ভাব্যতা যাচাই ও ডিজাইন সম্পন্ন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ১৭.২১ কিলোমিটার পেভমেন্ট, ৬৮৯ মিটার সেতু/কালভার্ট (৫টি সেতু ও ২১টি কালভার্ট) নির্মাণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নবীনগর উপজেলার জনগণের দীর্ঘদিনের দুর্দশা লাঘব হবে এবং জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে সহজে যাতায়াত করতে পারবে ও জনসাধারণের আর্থ-সামাজিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়নে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর