বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় বগুড়া, ময়মনসিংহ, নওগাঁ, গাজীপুর ও কক্সবাজারের চকরিয়ায় ছয়জন নিহত হয়েছেন। বগুড়া : শাজাহানপুরের ফুলতলায় মালবাহী ট্রলি ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আটজন  আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে নওগাঁ থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রলির সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে গেলে এক যাত্রী দগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন আরও আটজন। এদের মধ্যে চারজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। ময়মনসিংহ : সদর উপজেলার চুরখাই এলাকার পাঁচ রাস্তার মোড়ে গতকাল সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে চারজন। সকালে ময়মনসিংহগামী একটি বাসের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা টেম্পু উল্টে যায়। এ সময় চালক সোহেলসহ টেম্পুতে থাকা পাঁচ যাত্রী আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেলে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান। নওগাঁ : বদলগাছীতে ট্রাকচাপায় আবদুর রাজ্জাক নামে এক অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি নীলফামারী সদর উপজেলার জুমাপাড়ার কুতুব উদ্দিনের ছেলে। গাজীপুর : সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় গতকাল বাসের ধাক্কায় মনির হোসেন নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। মনিরের বাড়ি দিনাজপুরের বিরলে। এদিকে শ্রীপুরে জুুয়েল রানা এক যুবক নিহত ও এক কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসচাপায় জুনাইদ নামে এক পথচারী নিহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর