বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নির্মাণাধীন সেতু রক্ষা বাঁধে ধস

কুষ্টিয়া প্রতিনিধি

নির্মাণাধীন সেতু রক্ষা বাঁধে ধস

গড়াই নদীর ওপর নির্মাণাধীন সেতুরক্ষা বাঁধের ৩০ মিটার অংশ ধসে গেছে

কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর নির্মাণাধীন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষার জন্য নদী শাসন বাঁধে ধস দেখা দিয়েছে। সোমবার রাতে সেতু সংলগ্ন এলাকায় সদ্য নির্মিত বাঁধের ৩০ মিটার অংশ নদীগর্ভে চলে গেছে। ধস দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্মকর্তাদের দাবি, এ ভাঙনের ফলে সেতুর ওপর কোনো প্রভাব পড়বে না।

কুষ্টিয়া এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষার জন্য সেতুর উভয় পাড়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সেতু রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। যার হরিপুর অংশে প্রায় সাড়ে তিনশ মিটার ও কুষ্টিয়া অংশে ৫০ মিটার।  কয়েক বছর আগে গড়াই নদীর ওপর কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর কাজ শুরু হয়। ইতিমধ্যে মূল সেতুর কাজ শেষ হয়েছে। এখন চলছে সেতু রক্ষার জন্য নদী শাসন ও সংযোগ সেতুর নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ৩০ মিটার ধসে গেছে। সেখানে বালু ভর্তি বস্তা ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ভাঙনে সেতুর কোনো ক্ষতি হবে না।

সর্বশেষ খবর