বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এক পলক

রূপগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহতদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। উপজেলার ভোলাব এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। আহতরা হলেন মনির হোসেন, তার স্ত্রী মনোয়ারা ও ছেলে মেহেদী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনোয়ারা জানান, বাড়ির সীমানা নিয়ে তার স্বামী মনির হোসেনের সঙ্গে একই এলাকার আরিফুল, জোয়েল, হান্নান, ইসমাইলের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনির হোসেনের বাড়িঘরে হামলা লুটপাট চালায়। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ধরনের ঘটনার অভিযোগ এখনো পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।—রূপগঞ্জ প্রতিনিধি

গোদাগাড়ী জামায়াতের নেত্রী জেলহাজতে

রাজশাহীর গোদাগাড়ী পৌর জামায়াতের এক নেত্রীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তার নাম ফাতেমা বেগম (৫০)। তিনি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার নূরুল ইসলামের স্ত্রী এবং মহিষালবাড়ি দারুল উলুম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষিকা। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

—নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অধ্যক্ষের বহিষ্কার দাবি

ঢাকার ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসাদ্দেকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, সরকার চুক্তিভিক্তিক নিয়োগ অবৈধ ঘোষণার পরও ক্ষমতা বলে স্বপদে বহাল থাকাসহ নানা অভিযোগ এনে তাকে দ্রুত বহিষ্কারের দাবি জানিয়েছে ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য। এ মর্মে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। এদিকে, অধ্যক্ষের নিয়োগ বিধিসম্মত না হওয়ায় জুলাই মাসের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছেন ইউএনও। অধ্যক্ষ মোসাদ্দেকুল ইসলাম বলেন, ‘তৎকালীন ম্যানেজিং কমিটি আমাকে নিয়োগ দিয়েছে। বিধিসম্মত না হলে কেন নিয়োগ দিল। এটি আমাকে হার্ডিঞ্জ স্কুল ও কলেজ থেকে সড়ানোর জন্য একটি মহলের ষড়যন্ত্র।’

—ধামরাই প্রতিনিধি

দুদক পরিচয়ে চাঁদা দাবি

দুর্নীতি দমন কমিশনের নাম ব্যবহার করে ফরিদপুরের জনৈক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দেওয়া হলে তাকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে। দুদক ফরিদপুর অঞ্চলের প্রধান মো. ফজলুল হক জানান, যারা দুদকের নাম ব্যবহার করে চাঁদা দাবি করে তাদের ধরিয়ে দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। —ফরিদপুর প্রতিনিধি

নকল সার কারখানা

নীলফামারীতে নকল সার ও কীটনাশক তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে জেলা শহরের কালীতলা এলাকায় দেশ কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রি কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন।

—নীলফামারী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর