শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কাওড়াকান্দিতে পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক যান

মাদারীপুর প্রতিনিধি

বৈরী আবহাওয়ায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে গতকাল সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলছে সীমিত আকারে। পদ্মা প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে উত্তাল থাকায় শুধু রো-রো ফেরি চলছে। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় কাওড়াকান্দিঘাটে পারাপারের অপেক্ষায় আটকে আছে তিন শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে প্রচণ্ড বাতাস থাকায় পদ্মা উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট। ফেরিও স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এর সঙ্গে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যাত্রী দুর্ভোগ বেড়েছে। কাওড়াকান্দি ফেরিঘাট সূত্র জানায়, সকাল থেকে ডাম্প, কে-টাইপ, টানা ফেরি চলাচল বন্ধ রয়েছে। রো-রো ফেরি সকালে কাওড়াকান্দিঘাট থেকে ছেড়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হয়ে উঠায় বন্ধ রাখা হয়েছে এ ফেরিও। চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, আবহাওয়া খারাপ থাকায় রো-রো ফেরিসহ মাত্র ছয়টি ফেরি চলছে। অবস্থা আরও খারাপ হলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব ফেরি। কাওড়াকান্দি লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্রে জানা গেছে, ভোরে কাওড়াকান্দি থেকে একটি লঞ্চ ছেড়ে গেলেও পরে ঘাটে ফিরে আসতে হয়েছে। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ ও স্রোত থাকায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে নৌ-যানচলাচল। বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, ‘পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত এ রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর