বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নিখোঁজের ৭ দিন পর ছাত্রের দেহ ৮ দিন পর মাথা-পা উদ্ধার

প্রতিদিন ডেস্ক

যশোরে নিখোঁজের সাত দিন পর স্কুলছাত্রের দেহ এবং আট দিন পর মাথা-পা উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জে পিটিয়ে হত্যা করা হয়েছে এক কৃষককে। নীলফামারীতে পুকুরে পাওয়া গেছে যুবকের ভাসমান লাশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

যশোর : চৌগাছায় নিখোঁজ মাদ্রাসাছাত্র মারুফের (১৩) মাথা ও পা গতকাল উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে জগদীশপুর তুলাবীজ বর্ধন খামারের পাশে ঝোপে মাথা ও পা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ তা উদ্ধার করে। এর আগের দিন সন্ধ্যায় ওই খামারের পূর্ব পাশের একটি শিম খেত থেকে মারুফের মাথা, এক হাত ও এক পা-বিহীন মরদেহ উদ্ধার করা হয়েছিল। মারুফ চৌগাছা উপজেলার সরফরাজপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। মারুফের চাচা মোহাম্মদ আলী মঙ্গলবার লাশটি শনাক্ত করেছিলেন। স্বজনরা জানান, গত ১০ আগস্ট সকালে সরফরাজপুর বাজারে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মারুফ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে মা আবেরুন্নেছা চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। সিরাজগঞ্জ : সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকার একটি পাটখেত থেকে গতকাল শফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শফিকুল ওই গ্রামের গোলজার হোসেনের ছেলে। সদর থানার এসআই গোলাম মোস্তফা জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, শফিকুলকে পিটিয়ে হত্যার পর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।  নীলফামারী : নিখোঁজের তিন দিন পর জাহানুর আলম (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জাহানুর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া মহল্লার গোলাম মোস্তফার ছেলে। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর