শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আফসানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঢাকা মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে ফেরদৌস আফসানার হত্যার বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী। বুধবার দুপুরে ঠাকুরগাঁও রুহিয়া এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় রুহিয়া এলাকার সু্কল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সর্ব সাধারণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। গত শনিবার ১৩ আগস্ট খুন হয় আফসানা ফেরদৌস। রাতে অপরিচিত মোবাইল ফোন থেকে কল দিয়ে আফসানার মাকে জানানো হয়, আফসানার লাশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এরপর আফসানার মা ঠাকুরগাঁও থেকে আত্মীয়স্বজনদের বিষয়টি জানায়। খবর পেয়ে আফসানার মামা ও অন্যান্য স্বজনেরা দ্রুত ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। কিন্তু সেখানে লাশ নেই। পরে অপর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে থেকে এবার জানানো হয়, আফসানার লাশ মিরপুরের আল-হেলাল হাসপাতালে। সবাই ছুটে যায় আল-হেলাল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ নামে একটি লাশ কাফরুল থানায় রয়েছে। এরপর কাফরুল থানায় পৌঁছানোর পর আফসানার ছবি দেখালে থানায় ডিউটিরত পুলিশ জানায়, এমন চেহারার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রাত তিনটায় ঢাকা মেডিকেল মর্গে আফসানার লাশ শনাক্ত করে তার মামা এবং কাজিনরা। ঢাকা আল-হেলাল হাসপাতাল সূত্রে যা জানা গেছে, গত শনিবার বিকালে দুজন যুবক সিএনজি অটোরিকশা নিয়ে হাসপাতালের সামনে আসে। এ সময় তারা জরুরি বিভাগে রোগী ভর্তির জন্য স্ট্রেচার নিয়ে আসতে বলেন। হাসপাতালের লোকজন রোগীকে স্ট্রেচারে তুলে ভিতরে নেওয়ার সময় যুবকেরা সিএনজি অটোরিকশার ভাড়া মিটিয়ে ভিতরে আসছি বলে সরে পড়েন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন, হাসপাতালে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। এ সময় মেয়েটির গলার নিচের দিকে গভীর দাগ দেখা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর