শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ব্যাংক থেকে নারী গ্রাহকের টাকা লুট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অভিনব কায়দায় ইসলামী ব্যাংক থেকে মায়া বেগম নামে এক নারী গ্রাহকের এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। বুধবার দুপুরে নগরীর রামঘাট এলাকার ইসলামী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, নগরীর কাটাবিল এলাকার মৃত এসহাক সরদারের স্ত্রী মায়া বেগম (৫৫) তার মেয়েকে নিয়ে বুধবার দুপুরে টাকা তুলতে নগরীর রামঘাট এলাকার ইসলামী ব্যাংকের শাখায় যান। পরে ওই ব্যাংক থেকে ৯৯ হাজার ৪০০ টাকা উত্তোলন করেন। এ সময় প্রতারক চক্রের এক সদস্য কৌশলে ওই নারী গ্রাহকের কাছ থেকে ছেঁড়া-ফাটা নোট পরিবর্তনের কথা বলে ৭৭ হাজার টাকা লুটে নিয়ে যায়। মায়া বেগম জানান, উদ্দীপন নামে একটি সমিতি ঋণ হিসেবে আমাকে ১ লাখ টাকার চেক দেয়। গত রবিবার ওই চেকটি ব্যাংকে জমা হয়। বুধবার দুপুরে ওই ব্যাংকে গিয়ে কাউন্টার থেকে টাকা উত্তোলনের পর টাকাগুলো গুনছিলাম। এ সময় টুপি, পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত একজন বয়স্ক লোক এসে ছেঁড়া-ফাটা নোট পরিবর্তন করে দেওয়ার কথা বলে ৭৭ হাজার টাকা নিয়ে দ্রুত ব্যাংক থেকে চলে যায়। বিষয়টি তাত্ক্ষণিক ব্যাংকের ম্যানেজারকে জানাই। ব্যাংক ব্যবস্থাপক আবু নোমান মো. ছিদ্দিকুর রহমান জানান, ওই গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি অবগত হয়ে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে তা চিহ্নিত হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, গ্রাহক অভিযোগ করলে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর