শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী

সিরাজগঞ্জে ব্যতিক্রমী আয়োজন

সিরাজগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু হত্যার পর এবারও সিরাজগঞ্জে প্রথমবারে মতো বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী ব্যতিক্রমভাবে পালিত হয়েছে। বঙ্গবন্ধু সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে চেতনা জাগাতে দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সদর থানার প্রতিটি ইউনিয়নে শোকসভা র‌্যালি-আলোচনা সভা করা হয়। ১৭ আগস্ট শহরের প্রতিটি ওয়ার্ডে শোকসভা ও প্রতিটি ওয়ার্ডে গরু-ছাগল জবাই করে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও শহরের ৫কি.মি. এলাকাজুড়ে শোক র‌্যালি ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। শাহাদাতবার্ষিকীতে জেলা সদরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শোকসভা আয়োজন করায় সিরাজগঞ্জবাসীর মধ্যে নতুন করে বঙ্গবন্ধুর চেতনা জাগরিত হয়েছে। আর এসব আয়োজন করেছেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না। শহর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন জানান, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার দিকনির্দেশনায় বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রায় দুই হাজার দুস্থ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শহরের প্রতিটি ওয়ার্ডে এ আয়োজন করা হয়েছে। সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে এবারও প্রথম ব্যতিক্রমী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনাসহ হাজার হাজার দুস্থের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানগুলোতে মানুষের উপস্থিতিই বঙ্গবন্ধুর প্রতি মানুষের শ্রদ্ধার প্রকৃত বহিঃপ্রকাশ ঘটেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর