শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

স্বামীসহ তিনজনের স্বীকারোক্তি

বরিশালগামী লঞ্চে গৃহবধূ হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-১০ লঞ্চের কেবিনে গৃহবধূ মিনা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমারের কাছে জবানবন্দি দেয় নিহতের স্বামী আনিচুর রহমান, তার চাচাতো ভাই মো. কামাল ও বন্ধু তুষার। জবানবন্দিতে তারা প্রত্যেকেই নিহত মিনা আক্তারের চরিত্র খারাপ ছিল বলে উল্লেখ করে। বার বার চেষ্টার পরও সংশোধন না হওয়ায় তাকে হত্যার পরিকল্পনা করে আনিচ ও তার চাচাতো ভাই কামাল। সে অনুযায়ী কুয়াকাটা বেড়াতে যাওয়ার কথা বলে মিনাকে নিয়ে গত সোমবার সদরঘাট থেকে বরিশালগামী এমভি পারাবত-১০ লঞ্চের তৃতীয়তলার একটি স্টাফ কেবিন ভাড়া নেয়। ওই লঞ্চেই যাত্রী ছিল কামাল ও তার বন্ধু তুষার। এর আগে স্ত্রীকে হত্যার জন্য চাচাতো ভাই কামাল এবং তাদের বন্ধু তুষারের সঙ্গে ২০ হাজার টাকা চুক্তি করে সে। চুক্তির অর্ধেক টাকা আগেই পরিশোধ করে। বাকি টাকা কাজের পর শোধ করার কথা। সোমবার রাত দেড়টার দিকে মিনা ঘুমিয়ে পড়লে আনিচ কক্ষ থেকে বের হয়ে কালাম ও তুষারকে কেবিনে ঢুকিয়ে দেয়। তারা দুজন ঘুমন্ত মিনাকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। ওই দিন গভীর রাতে নিহত মিনার বড় ভাই নাসির উদ্দিন বাদী হয়ে ঘাতক স্বামী আনিচুর রহমান, তার চাচাতো ভাই কালাম ও তাদের বন্ধু তুষারকে অভিযুক্ত করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে আনিচ ও কালামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে এবং তুষারের বাড়ি নওগাঁয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের জানান, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর গতকাল সন্ধ্যায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর