শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কর্মী হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ ১৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। হামলার পর থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান ফাহিম গতকাল বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আলী হোসাইন কোতোয়ালি থানার ওসিকে অভিযোগ এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ফাহিম ভোলার লালমোহন পৌর এলাকার আবদুল মালেকের ছেলে।

মামলায় জসিম ছাড়াও তার অনুসারী ছাত্রলীগ কর্মী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইদুল রহমান, মুন্না হাওলাদার ও ফয়সাল এবং আমির কুটির এলাকার যুবলীগ কর্মী মেহেদী, কালো জাহিদ, রাকিব ও রাজিবকে উল্লেখযোগ্য আসামি করা হয়েছে। এদের মধ্যে মেহেদী, কালো জাহিদ, সাইদুল ওই হামলায় নিহত রেজা হত্যা মামলায় কারান্তরীণ রয়েছে। মামলার এজাহার সূত্র জানায়, গত ২৭ মে রাতে মোটরসাইকেলে পলিটেকনিকের ফটক অতিক্রমকালে ছাত্রলীগ নেতা জসিমের নেতৃত্বে অপর আসামিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় ফাহিমকে প্রথমে শেরেবাংলা মেডিকেল এবং পরে ঢাকা পাঠানো হয়। সেখানে ২১ দিন চিকিৎসা শেষে বাড়ি যান ফাহিম। এরপর বাড়ি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর এই মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর