শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে দিতে চেয়েছিল ঘাতকরা

—এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকের দল বাংলাদেশে তার নাম-নিশানা মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে ও বিশ্বের বুকে আরও উজ্জ্বল হয়েছে। গতকাল নড়িয়া উপজেলা যুবলীগ-ছাত্রলীগের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকীর সভায় তিনি এ কথা বলেন। তিনি এদিন বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে বলেন, এবার জনরোষ থেকে বাঁচতে তিনি কেক কাটেননি, কিন্তু তার দলের অন্য নেতারা জন্মদিনের উৎসব ঠিকই করেছেন। নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা যুবলীগের জাহাঙ্গীর আলম, নূহ মাতবর, জেলা ছাত্রলীগের মহসিন মাতবর, নড়িয়া উপজেলা যুবলীগের জামাল ফকির, বাদল চকিদার, সখিপুর ছাত্রলীগের পলাশ সরদার প্রমুখ। পরে উপজেলার তারাবুনিয়ায় বন্যাদুর্গত ও নদী ভাঙন এলাকার মানুষের মধ্যে অর্থ প্রদান করেন এনামুল হক শামীম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর