শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ধামরাইয়ে মোহাম্মদী পার্কে দর্শনার্থীর ভিড়

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে মোহাম্মদী পার্কে দর্শনার্থীর ভিড়

ধামরাইয়ের মহিষাশী মোহাম্মদী পার্কে দর্শনার্থী —বাংলাদেশ প্রতিদিন

স্বাভাবিক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠা ঢাকার অতি কাছে ধামরাইয়ের মহিষাশী মোহাম্মদী পার্কে ঈদের ছুটিতে দর্শনার্থীর উপচেপড়া ভিড় জমেছে। ঈদের দিন থেকে হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় পার্কটি মুখরিত হয়ে উঠেছে। শুধু ঈদ নয়, যেকোনো ছুটিতে বেড়ানোর ও পিকনিকের জন্য এটি উপযুক্ত স্থানও বলা চলে। তবে  ঈদ ও শীতকালে এখানে বেড়ানোর আনন্দ একটু অন্য রকম। এ সময় এখানে দর্শনার্থীদের আনন্দ দিতে বিনোদনের ব্যবস্থা থাকে। ধামরাইয়ের মহিষাশী মোহাম্মদী পার্কটি প্রায় ২০ বিঘা জমির উপর অবস্থিত। এখানে পুকুরের মাঝখানে রয়েছে নৌকা, কাঠের তৈরি ভাসমান বড় রাজ হাঁস, মাটির তৈরি শাপলা ফুল, বাঘ, বক, মহিষসহ বিভিন্ন প্রাণী, প্রাকৃতিক লাল শাপলা ফুল, ভাসমান তিন তলা বাড়ি ও সেতু। পুকুরের কিনারাজুড়ে রয়েছে প্রসারিত ফুলের বাগান ও নানা প্রজাতির ফল-ফলাদির গাছ তথা সবুজের সমারোহ। সকলের উপভোগের জন্য রয়েছে আনন্দ নিকেতন, আনন্দ ভুবন, বড় বড় গাছের নিচে বসার চেয়ার-টেবিল, শিশুদের জন্য রয়েছে ট্রেন, স্পিপার, নাগরদোলা, সুইমিংপুল, দোলনা ইত্যাদি। এ ছাড়াও দেখার মতো আছে মিনি চিড়িয়াখানা। সেখানে রয়েছে হরিণ, খরগোশ, কবুতর, বানর, বিদেশি কুকুরসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি। মোহাম্মদী পার্কের ম্যানেজার মো. হুমায়ুন কবির জানান, ঈদ উপলক্ষে পার্কে এখন প্রচণ্ড ভিড় লেগেই আছে। প্রবেশ টিকিট ৫০ টাকা। ছোটদের জন্য ৩০ টাকা। স্থানীয় লোকজনের সহযোগিতায় পার্কটি সুন্দরভাবে চলছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর