শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পাকুন্দিয়ায় দা বল্লম লাঠি নিয়ে বিক্ষোভ

দলীয় মনোনয়ন না পাওয়ায় আত্মহত্যার হুমকি

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়ায় দা বল্লম লাঠি নিয়ে বিক্ষোভ

পাকুন্দিয়ায় হরতালে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে পিকেটারদের বিক্ষোভ —বাংলাদেশ প্রতিদিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ একাংশের ডাকা হরতাল গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে। পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েও দলীয় মনোনয়ন না পাওয়ায় মোতায়েম হোসেন স্বপনের সমর্থকরা এ হরতাল আহ্বান করেন। গতকাল সকাল থেকেই স্বপনের সমর্থকদের রামদা, বল্লম, লাঠি হাতে রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে। তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ করেন। হরতালে পাকুন্দিয়া বাজারের দোকান-পাট ও দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। দুপুরে মেয়র প্রার্থী মোতায়েম হোসেন স্বপন উপজেলা পরিষদের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় দলীয় মনোনয়ন না দেওয়া পর্যন্ত সড়কে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এক পর্যায়ে তিনি আত্মহত্যা করারও হুমকি দেন। যারা তার মনোনয়ন নিয়ে কারচুপি করেছেন তারাই তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন। তিনি পাকুন্দিয়ার পরিস্থিতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবহিত করানোর জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। দুপুরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে হরতালের মধ্যেও উপজেলা নির্বাচন অফিসে গিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদে চারজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। ৮ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৫ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ১৬ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণ করা হবে।

সর্বশেষ খবর