মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ট্রেনে কাটা পড়ে যশোরে দুই এবং গাইবান্ধায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর—

যশোর : সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় পৃথক স্থান থেকে গতকাল দুই যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। তারা হলেন— চুড়ামনকাটি এলাকার দাউদ হোসেনের ছেলে শুকুর আলী ও বাকডাঙ্গার মহিউদ্দিনের ছেলে সমির হোসেন। যশোর জিআরপি পুলিশের এএসআই রেজাউল ইসলাম জানান, সোমবার ভোরে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

গাইবান্ধা : সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রনি মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সান্তাহার-লালমনিহাট রেল রুটের গাইবান্ধার কুপতলা স্টেশনের দক্ষিণ গেট এলাকায় গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ফুলছড়ি উপজেলা সদরের তাহা মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকালে রনি রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোঁলনচাপা এক্সপ্রেসের চাকায় কাটা পড়েন তিনি।

সর্বশেষ খবর