বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কাওড়াকান্দি শিমুলিয়ায় নৌযান বন্ধ, যানজট

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের লৌহজং হাজরা চ্যানেলমুখের ডুবোচরে আটকে আছে ডাম্ব (টানা) ফেরি যমুনা। ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে এ রুটে। দুই পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিমুলিয়া ও কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই ১৫টি লঞ্চ নোঙর করে ছিল মাঝনদীতে। বিআইডব্লিউটিএর প্রকৌশলী শাজাহান মিয়া জানান, কাওড়াকান্দি ঘাট থেকে সাতটি ট্রাক, দুটি যাত্রীবাহী বাস ও তিনটি প্রাইভেট কার নিয়ে শিমুলিয়া ঘাটে আসতে ছিল ডাম্ব ফেরি যমুনা। হাজরা চ্যানেল পয়েন্টে পানির গভীরতা কম থাকায় ফেরিটি চরে আটকে পড়ে। এতে বন্ধ হয়ে যায় চ্যানেলমুখ। এ ছাড়া পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকটেও ব্যাহত হচ্ছে কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরি চলাচল। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গতকাল সারা দিন দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ খালেদ নেওয়াজ জানান, নাব্য সংকটের কবলে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে ২ কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে হয়ে গেছে। ঘাট থেকে ছেড়ে আসার পর টার্নিং পয়েন্টের কাছে অপেক্ষা করতে হচ্ছে ফেরিগুলোকে।

সর্বশেষ খবর