রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

গাজীপুর, ভোলার চরফ্যাশন, রাজশাহীর তানোর ও বাগমারা এবং ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া শরীয়তপুরে বাস উল্টে বাসের গরম পানিতে তিন নারী যাত্রী দগ্ধ হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

গাজীপুর : বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী এক এনজিওর মাঠ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম সরোয়ার হোসেন (২৮)। তিনি নওগাঁ জেলার সাপাহার থানার পাহাড়ি পুকুর এলাকার সুলতান আলমের ছেলে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। চরফ্যাশন : ভোলার চরফ্যাশন পৌর শহরে হেলিপ্যাড স্পটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন— রাজিব (১৫) ও আলআমীন (১৬)। নিহতদের বাড়ি জাহানপুর গ্রামে বলে জানা গেছে। রাজশাহী : তানোরে সড়ক দুর্ঘটনায় ওসমান গনি (২৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আমশো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি উপজেলার ভদরখণ্ড গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। এদিকে জেলার বাগমারা উপজেলায় ট্রাক চাপায় সাদ্দুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বাসু বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত তসির রহমান। শরীয়তপুর : জাজিরা উপজেলার কাজিরহাট নামক স্থানে বাস উল্টে বাসের গরম পানিতে হোসনে আরা বেগম, চায়না বেগম ও মায়া আক্তার নামে তিন নারী যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও ২০ যাত্রী আহত হন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ : সদর উপজেলার বিষয়খালি এলাকার কয়ারগাছি আশ্রয়ণ প্রকল্পের সামনে বালি বোঝাই ট্রাকচাপায় অজ্ঞাত নছিমন চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় গতকাল দুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর