বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মেঘ দেখলেই স্কুল ছুটি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেঘ দেখলেই স্কুল ছুটি

স্কুলের খোলা মাঠে চলছে পাঠদান —বাংলাদেশ প্রতিদিন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারাঙ্গুল সরকারি প্রাথমিক স্কুলভবনটি ঝুঁকিপূর্ণ। তাই পাঠদান চলে খোলা আকাশের নিচে। প্রখর রোদে ক্লাস করায় প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে শিশু শিক্ষার্থীরা। অন্যদিকে মেঘ দেখলেই ছুটি দেওয়া হয় স্কুল। এতে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্র-ছাত্রীরা। অভিভাবকরা জানান, বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ নারাঙ্গুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। স্কুলের চার কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয় ১৯৯২ সালে। কয়েক বছরের মধ্যেই ভবনের বিভিন্ন স্থান থেকে পলেস্তরা খসে পড়তে শুরু করে ভবনটি পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্কুলটিতে ১২০ শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন চারজন। গত ছয় মাসে ভবনের পলেস্তরা খসে পড়ে আহত হয়েছে অন্তত ২৫ শিক্ষার্থী। এ কারণে শিশুরা ওই ভবনে ক্লাস করতে ভয় পাচ্ছে। যে কোনো সময় ভবনের ছাদ ধসে পড়তে পারে এমন শঙ্কায় শিক্ষকরা স্কুল মাঠে বেঞ্চ নামিয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছেন। এতে শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটছে বলেও অভিযোগ অভিভাবকদের।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমুর কুণ্ড জানান, ঝুঁকিপূর্ণ স্কুলভবনটি সংস্কার কিংবা পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করা হলেও ব্যবস্থা নেয়নি। তাই ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, দক্ষিণ নারাঙ্গুল ঘনবসতিপূর্ণ এলাকা। গ্রামটি পায়রা নদীর তীরবর্তী। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের সময়ে নিরাপদ আশ্রয়ের জন্য এখানকার মানুষের কোনো সরকারি আশ্রয়কেন্দ্র নেই। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ স্কুলভবনটি ভেঙে সেখানে স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণের।

বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম জানান, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় দক্ষিণ নারাঙ্গুল প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে। কর্তৃপক্ষ শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা করেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর